সরকারিভাবে সিলেটের আরও দুটি হাসপাতালকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এই দুটো হাসপাতালে মোট শয্যা সংখ্যা ৮০টি।
Advertisement
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া বাকি দুটি হচ্ছে সিলেট সদর উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যা বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
করোনা সংক্রমণের শুরুর দিকে এই দুটি হাসপাতালকে করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহারের ঘোষণা দিলেও রোগীর চাপ কম থাকায় সেগুলো কোনো কাজে আসছিল না। বর্তমানে সিলেটে করোনার সংক্রমণ বাড়ায় ১০০ শয্যা বিশিষ্ট সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শুরুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে হাসপাতাল দুটিতে সেবা শুরুর নির্দেশ দেয়া হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, ৩১ শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যা বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সরকারিভাবে চিকিৎসা দেয়া হবে। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ রোগীদের এই দুটি হাসপাতালে নেয়া হবে। এখানে আইসিইউ বা ভেন্টিলেশন সাপোর্ট নেই। তবে সাধারণ চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্ট থাকবে।
ছামির মাহমুদ/এএম/পিআর