আন্তর্জাতিক

২০০ মিটার দূরত্বের অ্যাম্বুলেন্স ভাড়া ১০ হাজার!

পৃথিবীর মানুষ ভয়ানক এক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এই সংকটে একদিকে যেমন মানবতার সেবায় এগিয়ে আসার দৃষ্টান্ত তৈরি হয়েছে ঠিক তেমনি সংকটকালের সুযোগের সদব্যবহারও করছেন অনেকে। তাইতো ২০০ মিটার দূরত্বে এক রোগীকে পৌঁছাতে ১০ হাজার রুপি চেয়ে বসলেন এক চালক।

Advertisement

ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুস্বাই শহরে। একজন মৃতপ্রায় করোনা রোগীকে এক হাসপাতাল থেকে পাঁয়ে হাঁটা দূরত্বের আরেকটি হাসপাতালে নিতে দশ হাজার রুপি চেয়ে বসেন একজন অ্যাম্বুলেন্স চালক। রোগীর আত্মীয়-স্বজনদের অনুরোধে পরে অবশ্য তিনি ৮ হাজার রুপিতে রাজি হন।

সোমবার কবিরুন নিসা নামের ওই রোগীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার ওই রোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতাল থেকে আত্মীয়দের বিশেষায়িত হাসপাতালে নিতে বলা হয়। কারণ, ওই হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেই।

তবে হাসপাতালটির কোনো অ্যাম্বুলেন্স তখন খালি ছিল না। তাই রোগীর আত্মীয়রা আত্মীয়রা জাস্ট ডায়াল নামের একটি প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য ফোন করেন। অ্যাম্বুলেন্স আসার পর চালক তাদের কাছে ১০ হাজার রুপি ভাড়া দাবি করেন।

Advertisement

অ্যাম্বুলেন্সটির চালক দাবি করেন, রোগীর এখনই অক্সিজেন লাগবে, তাই সাধারণ অ্যাম্বুলেন্স কাজ হবে না। তবে অনেক দরকষাকষির পর ৮ হাজারে তিনি ওই হাসপাতাল থেকে কবিরুন নিসাকে ২০০ মিটার দূরত্বের হাসপাতালে নিয়ে যেতে রাজি হন।

রোগীর এক আত্মীয় চালকের সঙ্গে কথোপকথনের সময় সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। পরে তিনি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর অনেকে এর প্রতিবাদ জানাতে শুরু করলে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পরে।

এসএ

Advertisement