ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের নয় হোতাকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
এদিন তাদের নয়জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- নাজমুল জমাদ্দার (১৯), হাসান মীর (১৮), ইব্রাহিম মীর (১৮), তৌহিদ হাওলাদার (২৩), মোহন শিকদার (৩০), পারভেজ মীর (১৮), সোহেল মোল্যা (২৬), দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ হাওলাদার (২০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার মুন্সি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
এর আগে শনিবার (৬ জুন) এক যৌথ অভিযানে ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব-২ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব জানায়, বিভিন্ন ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বর স্পুফিং (ক্লোন) করে ফোন দিয়ে কৌশলে গ্রাহকের তথ্য জেনে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের সব অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। তবে নম্বর এক হলেও প্রতারকদের কলের ক্ষেত্রে সাধারণত নম্বরের আগে ‘প্লাস চিহ্ন’ থাকে বলে জানিয়েছে র্যাব। প্রতারণা এড়াতে এসব নম্বর থেকে সাবধানে থাকতে বলেছেন র্যাব।
জেএ/এমএফ/পিআর
Advertisement