খেলাধুলা

বিপিএলে কে খেলছেন কোন দলে

প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বেলা ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে বিপিএলের এই তৃতীয় আসরে ক্রিকেটারদের লটারি প্রক্রিয়া শুরু হয়েছে। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ তথা লটারির মাধ্যমে বিপিএলর ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছেন। লটারি পরিচালনা করবেন বিসিবির সহ সভাপতি মাহবুবুল আনাম। বিপিএলের এ লটারি প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।ছয় দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এই আসর। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স।শুরুতে ফ্র্যাঞ্চাইজিদের নামের লটারি হবে। লটারিতে থাকা এক নম্বর স্থান পাওয়া ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট গ্রেডের ক্ষেত্রে সবার আগে পছন্দের ক্রিকেটারকে দলে নিতে পারবে। এভাবে বাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার টানবে।এ পর্যন্ত যে সব ক্রিকেটার দলে টেনেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো :ঢাকা ডাইনামাইটস : দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সৈকত আলীবিদেশি ক্রিকেটার: সোহেল খানবরিশাল বুলস :  দেশি ক্রিকেটার: সাব্বির রহমান, সোহাগ গাজী, আল আমিন হোসেন, শাহরিয়ার নাফীসবিদেশি ক্রিকেটার: সিকুজি প্রসন্নকুমিল্লা ভিক্টোরিয়ান্স : দেশি ক্রিকেটার: ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বিবিদেশি ক্রিকেটার: ড্যারেন স্টিভেন্সরংপুর রাইডার্স : দেশি ক্রিকেটার: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আরাফাত সানী, সাকলাইন সজীববিদেশি ক্রিকেটার: সচিত্রা সেনানায়েকেচট্টগ্রাম ভাইকিংস : দেশি ক্রিকেটার: এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ, ইলিয়াস সানী, নাঈম ইসলামবিদেশি ক্রিকেটার: জীবন মেন্ডিজসিলেট সুপার স্টার্স : দেশি ক্রিকেটার: রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদবিদেশি ক্রিকেটার: ক্রিস জর্ডানআরটি/এমআর/পিআর

Advertisement