করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নওগাঁয় ‘মঙ্গল প্রদীপ’ জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী আরাধ্য করা হয়েছে। মোমবাতি প্রজ্বলন করে এ আরাধ্য করেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। সোমবার (৮জুন) সকাল ৭টার দিকে শহরের নওযোয়ান মাঠে এ মঙ্গল প্রদীপ (মোমবাতি) প্রজ্বলন করা হয়। যেখানে ২০ জন সনাতন ধর্মাবলম্বী নারী অংশ নেন।
Advertisement
সনাতন ধর্মাবলম্বী নারীরা জানান, বিশ্বে মহামারী করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। এ ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের বিশ্বাস মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজা করলে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করা যাবে। এই বিশ্বাস থেকেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পূজা অর্চনা করা হয়।
স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদের’ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী সনাতন ধর্মাবলম্বী নারীদের এই প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, অজানা এ করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। যদিও বিভিন্ন দেশ প্রতিষেধক আবিষ্কারে আপ্রাণ চেষ্টা করছে। তাই আমাদের উচিত করোনাভাইরাস থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে চলা।
উল্লেখ্য, গত রোববার পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯১ জন এবং মারা গেছে দুইজন। এ পর্যন্ত কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮ হাজার ৩৪৩ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ২৪২ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে আছেন ১ হাজার ১০১ জন।
Advertisement
আব্বাস আলী/এফএ/এমকেএইচ