গত মাসে লকডাউন শিথিলের পর থেকেই পাকিস্তানে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে দেশটিতে। পাশাপাশি, বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত দেশের তালিকায় ১৫তে উঠে এসেছে তারা।
Advertisement
পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার। মারা গেছেন অন্তত ৬৭ জন। আর এক সপ্তাহে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪৫৮ জনের।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত পাকিস্তানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৬৭১ জন। মারা গেছেন ২ হাজার ৬৭ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে মোট ৩৪ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর সিন্ধে ৩৮ হাজার ১০৮, খাইবার পাখতুনে ১৩ হাজার ৪৮৭ ও বালুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১৬ জন।
Advertisement
করোনার সংক্রমণ বাড়লেও দেশ লকডাউন রাখতে রাজি নন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও তার দাবি, কড়া লকডাউন দিলে দেশটির অতিদরিদ্ররা টিকে থাকতে পারবেন না। সূত্র: এবিসি নিউজ, ডন
কেএএ/এমকেএইচ