জাতীয়

১৬ ডিসেম্বরের মধ্যে সকল রায়

একাত্তরে মানবতাবিরোধী মামলার রায়ে জামায়াতের নির্বাহী কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশকে ‘দেশবাসীর প্রত্যাশিত রায়’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম। তিনি জানান, ১৬ ডিসেম্বরের মধ্যে কাঙ্কিত সকল রায় দেয়া হবে।রোববার দুপুরে মীর কাসেমের রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘আমরা প্রকিউশন মনে করি ভুক্তভোগী শহীদ পরিবার, বিচারপ্রার্থীরা এবং দেশবাসী প্রত্যাশিত ন্যায় বিচার পেয়েছেন। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশজাতিকে মুক্ত করার জন্য এই বিচার পদ্ধতি আরেক ধাপ অগ্রসর হলো।’জিয়াদ আল মালুম বলেন, ‘তিনি (মীর কাসেম) যেসব অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার মধ্যে কিশোর জসিমসহ অন্যদের হত্যা করে লাশ কর্ণফুলি নদীতে ফেলে দেয়া এবং অন্য দু’টি অভিযোগে তাকে আলাদা আলাদা ফাঁসির আদেশ দেয়া হয়। এছাড়াও অপরহরণ, আটক এবং নির্যাতনের অভিযোগে তাকে পর্যায়ক্রমে ৭২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল।’তিনি বলেন, ‘বিচারের পর্যবেক্ষণে বলা হয়েছে জামায়াতে ইসলামী ও তার প্রধান গোলাম আযম নির্দেশ দিয়েছেন এবং তার রাজনৈতিক অনুসারী হিসেবে ইসলামী ছাত্রসংঘের নেতা (মীর কাসেম) চট্টগ্রামের ডালিম হোটেলে আলবদর বাহিনী গঠন করে এবং নির্যাতন ক্যাম্প স্থাপন করে ক্রমাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের নিরস্ত্র মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন। মুক্তিযোদ্ধাদের পরিকল্পিকতভাবে ধরে এনে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ কর্ণফুলীতে ফেলে দেয়া হয়েছে-যা মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ। ’

Advertisement