চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্পতিবার সকালে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত বাদল প্রামানিক (৪৫) জেলার নাচোল উপজেলার ভেরেন্ডি সাহারপুকুর গ্রামের ললিত প্রামানিকের ছেলে। নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফাসির উদ্দিন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাদল প্রমানিক নিজ বাড়ি থেকে সোনাইচন্ডিতে তার দোকানে যাওয়ার সময় নাচোল-নওগাঁ সড়কের সোনাইচন্ডি হাফেজিয়া মাদরাসার সামনে বালুভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।আব্দুল্লাহ/এসএস/পিআর
Advertisement