দেশের সকল বেসরকারি হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সরকারের তত্ত্বাবধানে অধিগ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয়ভাবে একটি ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
Advertisement
রোববার (৭ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আল মামুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এই রিট করেন। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী ইয়াদিয়া জামান জাগো নিউজকে বলেন, সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলে ১১৩৭টি আইসিইউ আছে। এর মধ্যে সাড়ে ৭শর বেশি আইসিইউ রয়েছে বেসরকারি হাসপাতালে।
তিনি বলেন, সরকারি হাসপাতালে আইসিইউ ভাড়া তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু বেসরকারি হাসপাতালে আইসিইউ ভাড়া অনেক বেশি। গরিব মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে আইসিইউ খরচ বহন করা সম্ভব না। সরকার এগুলো অধিগ্রহণ করলে গরিবরাও এর সুবিধা ভোগ করতে পারবে। ভারতের কয়েকটি রাজ্যে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
Advertisement
ইয়াদিয়া জামান বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বিভিন্ন হাসপাতাল বেড না থাকার অজুহাতে রোগী ফিরিয়ে দিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। ফলে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। এ কারণে দেশের সকল হাসপাতালের বেড যাতে সুষ্ঠুভাবে বণ্টন করা যায় সেজন্য কেন্দ্রীয়ভাবে একটি ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে। এ ধরনের কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা থাকলে কোন হাসপাতালে কতটা বেড খালি আছে তা মুহুর্তের মধ্যে জানা যাবে। ফলে কোনো হাসপাতালই রোগী ফিরিয়ে দিতে পারবে না।
এফএইচ/এমএসএইচ