জাতীয়

আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন করোনা জীবন স্থবির করে দিয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আমরা যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন করোনা ভাইরাস এসে সকলের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। এটা শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে।

Advertisement

তিনি বলেন, আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে পারি তাহলে আমরা এখান থেকেও মুক্তি পাবো। তখন আবার বাংলাদেশ এগিয়ে যাবে। তখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো ।

আজ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়াও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষের থিম সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, ছয় দফা কেন দেওয়া হয়েছিল? আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য এ দাবি উত্থাপন করেছিলেন। এই দাবি সমস্ত বাঙালি জাতি লুফে নিয়েছিল।

তিনি বলেন, ছয় দফা দাবিটা জনগণ এমনভাবে লুফে নিয়েছিল, আমি জানি না পৃথিবীর কোনো দেশে কোনো দাবি এত দ্রুত এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল কি-না। কারণ, বাংলার মানুষ এটা নিয়েছিল তাদের বাঁচার অধিকার হিসেবে। এটা মূলত তাই ছিল, তার কারণ আমরা বাঙালিরা পাকিস্তান নামে দেশ হওয়ার পর আমরা দেখেছি বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।

ছয় দফা দাবির পটভূমি তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, এর একটা পটভূমি আছে। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধ হয়। আমরা পূর্ববঙ্গ অর্থাৎ তদানীন্তন পূর্ববঙ্গ সম্পূর্ণ অরক্ষিত। একটা প্রদেশ পাকিস্তানের, তাকে রক্ষার করার কোনো ব্যবস্থাই পাকিস্তানি শাসকরা নেয়নি। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় যেন মনে হলো ভারতের দয়ার ওপর আমরা পড়ে আছি। এই যুদ্ধের পর একটি গোলটেবিল বৈঠক ডাকা হয় লাহোরে। সর্বদলীয় বিরোধীদল এই গোলটেবিল বৈঠক ডাকে।

তিনি বলেন, ৬ দফা আন্দোলনে আমার মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। শহীদের রক্ত কোনো দিন বৃথা যেতে পারে না। ৬ দফার এই আন্দোলনই হয়েছে বাংলার মানুষের মুক্তির সনদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা হয়। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেসব কর্মসূচি গ্রহণ করে তাতে বাংলাদেশ এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

Advertisement

এফএইচএস/এনএফ/এমকেএইচ