আন্তর্জাতিক

সীমান্ত খুলে দিচ্ছে দিল্লি

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় গত ১ জুন এক সপ্তাহের জন্য দিল্লি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় ভারতের রাজধানী অঞ্চলটির রাজ্য সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ রোববার জানিয়েছেন তার সরকার আগামীকাল অর্থাৎ ৮ জুন থেকে সীমান্ত পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

কেজরিওয়াল ওই ঘোষণা দেওয়ার সময় বলেছিলেন, সীমানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যাতে শহরের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করোনা–সংক্রমিত ব্যক্তিদের নিয়ন্ত্রণ করা যায়। মূলত দিল্লির সাথে হরিয়ানা এবং ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের সীমানা সংযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে তার নেতৃত্বাধীন সরকার এক সপ্তাহের সেই স্থগিতাদেশ আর বাড়াচ্ছে না। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এছাড়া দিল্লিতে শপিংমল, রেস্তোরাঁসহ উপাসনালয়গুলো খুলে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় সরকার জারিকৃত স্বাস্থ্য ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে সবাইকে।

ভারতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি মহারাষ্ট্র রাজ্যে। আর সংক্রমণের শীর্ষে থাকা তৃতীয় অঞ্চলটি হলো দিল্লি। সেখানে করোনার সংক্রমণ বাড়লেও রাজ্য সরকার জনজীবন স্বাভাবিক করতে এসব পদক্ষেপ নিয়েছে। তবে হোটেল এবং গেস্ট হাউজগুলো পর্যটক ও অতিথিদের জন্য এখনই খুলে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনার সংক্রমণ বাড়তে থাকায় অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে দ্রুতগতিতে অস্থায়ীভিত্তিতে হাসপাতাল তৈরি করা হবে। তবে সীমান্ত খুলে দেওয়া হলেও সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে দিল্লির বাসিন্দাদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ২ লাখ ৪৬ হাজার ৬২৮; যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। আক্রান্তদের প্রায় ৭ হাজার মারা গেছে। আক্রান্তে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬৪৫; মৃত্যু ৭৬১।

এসএ

Advertisement