কেভিন ডি ব্রুইনের শেষ মুহূর্তের নাটকীয় গোলে স্প্যানিশ দল সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’র এ ম্যাচে ২-১ গোলে জয় পায় পেল্লেগ্রিনির শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে ঘরের মাঠে খেলতে নামা সিটি শুরু থেকেই প্রচণ্ড চাপের মুখে পড়ে। বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে সেভিয়া। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩০ মিনিটে লিড নেয় সফরকারী দল সেভিয়া। গোলটি করেন ইয়েভেহেন কোনোপ্লেয়েঙ্কা। ১-০ তে এগিয়ে যায় ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।তবে ম্যাচে সমতা আনতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। খেলার ৩৬ মিনিটে আদিল রামির আত্মঘাতি গোলে সমতা পায় সিটিজেনরা। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।বিরতির পর দু’দলের বেশ কয়েকটি প্রচেষ্টা থাকলেও গোল করতে ব্যর্থ হয় ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯১ মিনিট) তোরের সহায়তায় দারুণ একটি গোল করে ম্যানসিটিকে লিড পাইয়ে দেন বেলজিয়ান তারকা ডি ব্রুইন।ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। তিন ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে সিটিজেনরা দ্বিতীয় অবস্থানে রয়েছে।এমআর/পিআর
Advertisement