দেশজুড়ে

সাংবাদিকের স্ত্রী করোনা আক্রান্ত, প্রেস ক্লাব লকডাউন

টাঙ্গাইলের সখীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সংবাদদাতা তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৩০) করোনাভাইরাসে আক্রান্ত। এতে ওই সাংবাদিকের বাসা এবং প্রেসক্লাবে নিয়মিত যাতায়াত থাকায় সখীপুর প্রেসক্লাব আগামী ১৫ দিনের জন্য লকডাউন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেন।

Advertisement

তারা জানান, সাংবাদিকদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তারা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারুল আক্তারের জ্বর, গলাব্যথা ও বমি ভাব ছিলো। এ কারণে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক তাইবুর রহমান, তার স্ত্রী ও সন্তান নমুনা দিয়ে আসেন। রোববার সকালে পাঠানো তথ্যে পরিবারের তিন জনের মধ্যে সাংবাদিকের স্ত্রী পারুল আক্তারের করোনা পজিটিভ খবর আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনা আক্রান্ত সাংবাদিকের বাসা, প্রেসক্লাবসহ যে সকল বাসাবাড়িতে তাদের বিচরণ ছিল প্রতিটি স্থান লকডাউনের আওতায় আনা হবে।

Advertisement

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস