তথ্যপ্রযুক্তি

ঢাকায় গুগলের ডেভফেস্ট শুক্রবার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্ট। গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভফেস্টের আয়োজন করছে গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ডিআইইউ)। ধানমন্ডির সোবহানবাগের প্রিন্স প্লাজায় ডেভফেস্ট শুরু হবে সকাল নয়টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিআইইউ এর চেয়াম্যান সবুর খান, উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনুয়ারুস সালামসহ বিশিষ্টজনেরা।ডেভফেস্টে দুটি প্রধান সেশন থাকবে। ‘বাংলা কম্পিউটিং’ শিরোনামে একটি সেশন শুরু হবে বেলা ১১টা থেকে। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন আনন্দ মাল্টিমিডিয়ার মোস্তাফা জব্বার, ডিআইইউ এর কম্পিউটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ডেভফেস্ট আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসাইন, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনুয়ারুস সালাম, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবীর। বিকেল চারটায় শুরু হবে ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার। এতে আলোচনা করবেন সফল তারুন্যের প্রতিনিধিরা। এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিসের সভাপিত শামীম আহসান। আলোচনা করবেন বাংলাশে ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস্ খায়রুল বাশার ও গিকি সোস্যালের সহ–প্রতিষ্ঠাতা । ডেভফেস্ট সম্পর্কে আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসাইন জানান, দিনভর ডেভফেস্টে মূল আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হবে বেশ কিছু টেকনিক্যাল সেশন। কোডল্যাবে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রাথমিক ধারনা, অ্যাপ ডিজাইন, অ্যাপ হোস্টিং ও প্রোমোশন ইত্যাদি। এছাড়া হবে ডিজাইন স্প্রিন্ট, অ্যান্ডয়েড চালিত রোবট প্রদর্শনী, গুগল ম্যাপ ও গুগল ট্রান্সলেশনে অবদান ইত্যাদি বিষয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করবেন মিনার। গুগল ডেভফেস্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.gdgbangla.com ওয়েবসাইটে। অংশগ্রহণে ইচ্ছুকদের এই সাইটে নিবন্ধন করতে বলা হচ্ছে। গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভফেস্টের আয়োজন করছে গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ডিআইইউ)। পৃষ্ঠপোষকতা করছে অনলাইন মার্কেটপ্লেস বিল্যান্সার।এআরএস/পিআর

Advertisement