লাইফস্টাইল

সুজি দিয়ে তৈরি করুন সুস্বাদু চমচম

সুজির হালুয়া খেতে পছন্দ করেন সবাই। সুজি দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের পিঠাও। আবার সুজি দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের সব মিষ্টি। আজ চলুন জেনে নেয়া যাক সুজি দিয়ে চমচম তৈরির রেসিপি-

Advertisement

উপকরণ:সুজি- ১/২ কাপতরল ঘন দুধ- ১ কাপচিনি- ১ টেবিল চামচঘি-১ টেবিল চামচডিম- ১ টিতেল- ভাজার জন্য।

সিরার জন্য:চিনি- ১ কাপপানি- ২ কাপদারুচিনি- ২ টি।

প্রণালি:একটি পাতিলে দুধ দিতে হবে। দুধ বলক আসলে চিনি, ঘি, সুজি দিয়ে একটু নরম ময়ান দিতে হবে। ঠান্ডা হলে ফেটানো ডিম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সুজিকে ময়ান দিতে হবে। এরপর ময়ানটাকে হাতে একটু ঘি/তৈল নিয়ে চমচমের শেপ দিতে হবে।

Advertisement

একটি গভীর প্যানে ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে গরম সিরায় ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। পরে সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন।

এইচএন/এমএস