খেলাধুলা

রিয়াল-পিএসজি ম্যাচ ড্র

পয়েন্ট ভাগাভাগি করেই চ্যাম্পিয়ন্স লিগের তিন নম্বর রাউন্ডের খেলা শেষ করলো রিয়াল মাদ্রিদ ও পিএসজি। দারুণ লড়াই করলেও গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি গোল শূন্য ড্র হয়। ইনজুরি আক্রান্ত রিয়াল মাদ্রিদের সামনে ঘরের মাঠে পিএসজি পরিস্কার ফেভারিট হয়েই মাঠে নামে। ম্যাচ শুরুর পর বলের দখল ধরে রেখে আক্রমণে যায় স্বাগতিকরা। তবে ধীরে ধীরে খেলায় ফিরে  এসে পিএসজির রক্ষণে একের পর এক আক্রমনের ঢেউ তুলে রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন রিয়াল।খেলার ২৫তম মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল রিয়াল। টনি ক্রুস ডি-বক্সে বল বাড়িয়েছিলেন হেসেকে; তবে স্প্যানিশ এই ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেন গোলরক্ষক কেভিন ট্রাপ। ৩৫তম মিনিটে রোনালদোর হেড কর্নারের বিনিময়ে গোলে যাওয়া ঠেকান ট্রাপ। বিরতির পর অবশ্য খেলায় ফিরে আসে পিএসজি। ম্যাচের ৪৯তম মিনিটে কাভানির প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর অপর প্রান্তে বিপজ্জনক জায়গা থেকে রোনালদোর ফ্রি-কিক প্রতিহত হয় রক্ষণ দেয়ালে।৭২তম মিনিটে ম্যাচের সবচেয়ে মোক্ষম সুযোগটি পেয়েছিল রিয়াল। মার্সেলোর কাছ থেকে বল পেয়েও খুব কাছ থেকে রোনালদোর হাফভলি দূরের পোস্টের বাইরে দিয়ে যায়।শেষ পর্যন্ত এই মৌসুমে অপরাজিত থাকা দুটি দল কেউই কারো বিরুদ্ধে গোল করতে পারেনি। ফলে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।এমআর/পিআর

Advertisement