করোনাভাইরাসে আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেনের শারীরিক অবস্থা ভালো। রোববার (৭ জুন) কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করে সাংবাদিকদের এ তথ্য জানান।
Advertisement
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবির এবং মেডিকেল অফিসার ডা. ইফতেখার হোসেন খান সকালে জেলা প্রশাসকের বাংলোতে গিয়ে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা জানান, জেলা প্রশাসক আসলাম হোসেনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। সব কিছু স্বাভাবিক আছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় করোনা শনাক্ত হওয়ার পর থেকে জেলা প্রশাসক তার সরকারি বাংলোতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। জেলা প্রশাসকের করোনা শনাক্ত হওয়ার পর রোববার তার স্ত্রী, কন্যা ও শাশুড়ির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত জেলা প্রশাসকের স্ত্রী, কন্যা ও শাশুড়িও রয়েছেন। শনিবার পর্যন্ত কুষ্টিয়ায় ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন।
এদিকে জেলা প্রশাসকের করোনা শনাক্ত হওয়ায় জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও করোনা আতঙ্ক বিরাজ করছে। আল-মামুন সাগর/আরএআর/এমকেএইচ
Advertisement