মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক যুবক (২৬)। রোববার (০৭ জুন) সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান।
Advertisement
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের এক যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তির ১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।
ডা. আরশাদ উল্লাহ আরও বলেন, মৃত যুবক করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ১৫ জন। এর মধ্যে ১০ জন পুরুষ, চারজন নারী ও একজন কিশোর। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুজন সিংগাইর উপজেলার এবং অন্যজন হরিরামপুর উপজেলার বাসিন্দা।
Advertisement
এরই মধ্যে মানিকগঞ্জে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৫ জন। আক্রান্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় নয়জন, মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ছয়জন করে, দৌলতপুর উপজেলায় তিনজন ও ঘিওর উপজেলায় দুজন। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।
বি.এম খোরশেদ/এএম/এমকেএইচ