পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির আট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে সাগরকান্দি পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন- সুলতান আহমেদ (২৩), আলমগীর কবির (৩০), মিনারুল ইসলাম (৪২), ফরিদ আহমেদ (৩৮), মিজানুর রহমান (৩০), শ্রী মিশু চন্দ্র মোহন্ত (৫৫), নজরুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর আলম (৪০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, শনিবার রাতে রিপোর্ট পাওয়ার পরপরই জরুরি ভিত্তিতে পুলিশ ফাঁড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
Advertisement
আরএআর/পিআর