অর্থনীতি

সেপ্টেম্বরে বেশি রেমিটেন্স এসেছে সৌদি থেকে

বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা চলতি অর্থবছরের (২০১৫-১৬) সেপ্টেম্বর মাসে মোট ১৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। বরাবরের মতোই দেশভিত্তিক রেমিটেন্স প্রেরণের শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এখান থেকে আলোচ্য মাসে মোট রেমিটেন্স এসেছে ৭৬ কোটি ৫৬ লাখ ডলার।বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দেশভিত্তিক রেমিটেন্স প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৬৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।এর মধ্যে বরাবরের মতো রেমিটেন্স পাঠানোর দিক থেকে সৌদি আরব শীর্ষে রয়েছে। এদেশ থেকে মোট ২৫ কোটি ৫৮ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। মধ্যপ্রাচ্যের বাইরের অন্যান্য দেশ থেকে ৫১ কোটি ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।আলোচ্য সময়ে সৌদি আরবের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ দেশ থেকে ২৪ কোটি ৯৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে। এরপরেই রয়েছে কুয়েত, ওমান, বাহরাইন ও কাতারের স্থান। এসময় কুয়েত থেকে আট কোটি ৮৯ লাখ, ওমান থেকে আট কোটি ৫৮ লাখ, বাইরাইন থেকে পাঁচ কোটি ১৯ লাখ ও কাতার তিন কোটি ১৯ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। এরপর রয়েছে মালেশিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও ইতালি। যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ২৪ কোটি ৩৮ লাখ ডলার।একই সময়ে যুক্তরাজ্য থেকে এসেছে সাত কোটি ৯৮ লাখ ডলার। এছাড়া মালয়েশিয়া থেকে ১০ কোটি ৮২ লাখ, সিঙ্গাপুর থেকে তিন কোটি ১৯ লাখ এবং ইতালি থেকে আসা রেমিটেন্সের পরিমাণ তিন কোটি ১৮ লাখ মার্কিন ডলার।বিএ

Advertisement