সিরাজগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত এপ্রিল ও মে মাসে ৪৩ জন আক্রান্ত হলেও চলতি জুন মাসের পাঁচ দিনেই সেটা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।
Advertisement
শনিবার (৬ জুন) দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর ৯৩ জনের নমুনা রিপোর্টে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা, তার তিন মেয়ে, দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল, একজন নারী কনস্টেবলের স্বামী, এনায়েতপুর থানার ১০ পুলিশ সদস্য, বেলকুচি থানার আটজন পুলিশ সদস্যসহ ৩২ জন পুলিশ ছাড়াও দুজন চিকিৎসক ও কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুর রহমান। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ।
Advertisement
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩৫ জন সদর উপজেলায়, দ্বিতীয় সর্বোচ্চ বেলকুচিতে ২২ জন। এছাড়া চৌহালী ১৫, কাজিপুরে ৬, তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুরে ৫ জন করে, উল্লাপাড়ায় ৪, কামারখন্দে ৩ ও সলঙ্গায় ৮ জন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মাঝখানে বিরতির পর পর দু-একজন করে আক্রান্ত হলেও জুন মাসের প্রথম থেকেই ব্যাপকহারে বাড়তে থাকে। ২ জুন থেকে মাত্র চারদিনে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুজন। মৃত দুজনেই বেলকুচি উপজেলার বাসিন্দা।
ইউসুফ দেওয়ান রাজু/এমএসএইচ
Advertisement