বরিশাল নগরীতে লকডাউনে থাকা করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এখন থেকে তাদের খাবার সরবরাহ ও চিকিৎসাসেবাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন দলটির নেতারা।
Advertisement
শনিবার (০৬ জুন) দুপুরে নগরীর ফকিরবাড়ি রোড বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ মেনে অনেকেই বাড়িতে থাকছেন। করোনাভাইরাস সংক্রমিত রোগ হওয়ায় কোনো সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসা যাবে না। অন্যদের নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ও তার পরিবারকে লকডাউন করা হচ্ছে। তবে বাড়ি লকডাউন করার পর ওই পরিবারটি মূলত একঘরে হয়ে যাচ্ছে। প্রশাসনও তাদের খোঁজখবর রাখে না। পরিবার থেকে যোগাযোগ করা হলেও প্রশাসন খাবার সরবরাহ করতে অনীহা জানায়। এ অবস্থায় ওসব পরিবার দুর্ভোগে পড়ে।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল নগরীতে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের পরিবারসহ আগামীতে যারা করোনাভাইরাসে আক্রান্ত হবেন, সবার পরিবারের খাবার ও চিকিৎসাসেবা, কাউন্সিলিংসহ অন্যান্য দায়িত্ব আজ থেকে বাসদ বহন করবে। এ কাজে সহযোগিতা করতে যেসব বাড়ি লকডাউন করা হবে তার তালিকা বাসদ নেতৃবৃন্দকে সরবরাহ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Advertisement
সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, লকডাউনে থাকা বেশিরভাগ পরিবারগুলো দুর্ভোগের শিকার হচ্ছে। এ সমস্যা সমাধানে বাসদ নেতৃবৃন্দ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেও জানানো হয় লকডাউন হওয়া পরিবারগুলোর সেবাদানের বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা নীতি সরকার করেনি। তাই তাদের করার কিছু নেই।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বদরুদ্দোজা সৈকত, শহীদুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সাইফ আমীন/এএম/জেআইএম
Advertisement