দেশজুড়ে

খেলার ছলে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ফুটফুটে দুই কন্যাশিশু তৃষা ও আফরোজা। সম্পর্কে আপন মামাতো-ফুফাতো বোন। পড়তো একই স্কুলে। পাশাপাশি বাড়ি হওয়ায় একজন অন্যজনের খেলার সাথীও।

Advertisement

শনিবার বিকেলটা যে তাদের জীবনের শেষ বিকেল হবে তা কে জানতো? স্বজনদের চিরদিনের মতো বিদায় জানিয়ে পুকুরে ডুবে মৃত্যুকে আলিঙ্গন করেছে ফুটফুটে দুই শিশুকন্যা। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ির পানছড়ির উল্টাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরের পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির অদূরে পুকুর পাড়ে অন্যদের সঙ্গে খেলা করছিল পানছড়ির উল্টাছড়ি গ্রামের মো. সেলিমের মেয়ে তৃষা (৮) ও মো. আল আমিনের মেয়ে আফরোজা (৬)। এ সময় পুকুরে ডুবে মারা যায় দুই বোন।

সঙ্গে থাকা অন্য খেলার সাথীদের চিৎকারে স্বজনসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

তৃষা ও আফরোজার হঠাৎ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। এ সময় দুই শিশুর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলেন তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

Advertisement