রাজনীতি

খোকা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।হান্নান শাহ বলেন, বিএনপি সব ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপির নেতাদের জড়ানোর জন্য ক্ষমতাসীনরা প্রতিনিয়ত মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন হান্নান শাহ।বিএনপির এ নেতা বলেন, দুই বিদেশি হত্যাকারীদের চিহ্নিত করা হোক এটা আমরা চাই। আর এ জন্য আমরা সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছি। কিন্তু সরকার এখন পর্যন্ত আমাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি।তিনি আরো বলেন, বিএনপি চায়, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে ও সুন্দরভাবে বসবাস করবে। তাই বিএনপি সব ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।এমএম/বিএ

Advertisement