শিক্ষা

টিউশন ফি পরিশোধে অভিভাবকদের ঋণের ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষের

শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধে অভিভাবকদের ঋণ নিতে বলেছে রাজধানীর ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল কর্তৃপক্ষ। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যাসিং থেকে দীর্ঘমেয়াদি এই ঋণ নিতে বলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এ প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপারে কথা বলেছে। এখন কোনো অভিভাবক চাইলে এ প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন। শনিবার অভিভাবকদের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠেছেন অভিভাবকরা।

Advertisement

ডিপিএস এসটিএস স্কুলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছেন। তারা শিক্ষায় অবিচ্ছিন্ন ধারাবাহিকতা বজায় রাখছেন। বর্তমানে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের টিউশন ফি আদায় করাটা জরুরি হয়ে পড়েছে।'

এতে আরও বলা হয়, 'বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবক আর্থিক সংকটে রয়েছেন। এজন্য স্কুলের পক্ষ থেকে মাইডাস ফাইন্যাসিং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অভিভাবকদের লোনের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা চাইলে এ প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে তার সন্তানের মাসিক টিউশন ফি পরিশোধ করতে পারবেন। অভিভাবকদের সুবিধার্থে এ ধরনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থা করতে পেরে কর্তৃপক্ষ নিজেদের সন্তুষ্ট মনে করছে।'

ভবিষ্যতে এ ধরনের আরও লোভনীয় অফারের সুযোগ তৈরি করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

Advertisement

এমন প্রস্তাব পেয়ে ডিপিএস এসটিএস স্কুলের অভিভাবকরা তীব্র নিন্দা জানিয়েছেন। অভিভাবক ফোরামের পক্ষ থেকে এক চিঠিতে এর জবাব দেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। এতে বলা হয়েছে, 'বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যেখানে মানুষের আয়-উপার্জন বন্ধ। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে অনেকের কষ্ট হচ্ছে। পরিবার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। ফলে সন্তানের টিউশন ফি পরিশোধ করতে পারছেন না। স্কুল বন্ধ থাকা গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের জন্য অভিভাবক ফোরামের পক্ষ থেকে লিখিতভাবে অনুরোধ জানালেও তা কার্যকর হয়নি। এ কারণে অভিভাবকদের দাবিটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করা হয়।'

এতে আরও বলা হয়, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় অভিভাবকদের কাছে টিউশন ফি আদায় ও চাপ প্রয়োগ না করতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। অথচ এ সিদ্ধান্তকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ টিউশন ফি আদায়ে নানাভাবে চাপ প্রয়োগ করছে। এতে অনেকে অপারগতা স্বীকার করলে বর্তমানে সুদে লোন নিয়ে টিউশন ফি দিতে বলা হচ্ছে।'

এ বিষয়ে জানতে চাইলে ডিপিএস এসটিএস স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক জাগো নিউজকে বলেন, 'টিউশন ফি আদায়ের জন্য স্কুল কর্তৃপক্ষ অস্থির হয়ে পড়েছে। যেখানে মানুষ প্রতিদিন নিজেদের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন, সেখানে লোন নিয়ে টিউশন ফি পরিশোধ করতে বলছেন। এটি একটি অমানবিক আচরণ। অভিভাবকদের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এটি আমরা মেনে নেব না। এর প্রতিবাদে অভিভাবকদের পক্ষ থেকে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবি জানানো হয়েছে। এটি মেনে নেয়া না হলে সব অভিভাবকের স্বাক্ষর নিয়ে সরকারের বিভিন্ন দফতর-সংস্থায় লিখিতভাবে অভিযোগ দিতে বাধ্য হবো।'

এমএইচএম/জেডএ/জেআইএম

Advertisement