বিনোদন

আনুশকার বিরুদ্ধে কলকাতায় মামলা

অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে ১৫ মে মুক্তি পেয়েছে ‘পাতাল লোক’। রিলিজের পর থেকেই ক্রমাগত দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়োলেও স্বস্তি নেই প্রযোজক আনুশকা শর্মার। গত মাসেই অশ্লীলতার দায়ে ওয়েব সিরিজের বিরুদ্ধে জমা পড়েছিল পিটিশন।

Advertisement

একই অভিযোগ তুলে নন্দকিশোর গুরজার বলেছিলেন, 'পাতাল লোক’ সিরিজটি পাঞ্জাবের জাট, ব্রাহ্মণ ও ত্যাগিদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছে। এমনকী এখানে প্রচুর অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে যা গোষ্ঠীদন্দ্ব বা হানাহানির সৃষ্টি করতে পারে।'

এবার একই অভিযোগের ভিত্তিতে ‘পাতাল লোক’-এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হলো।

'পাতাল লোক’-এ হিন্দু সংগঠনকে নেতিবাচকভাবে দেখানোর দাবি তুলেছেন দেবদত্ত মাজি। যার জেরে কলকাতা উচ্চ আদালতে বিরাট-ঘরণি আনুশকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।

Advertisement

এলএ/এমএস