হঠাৎ বৃষ্টি সিনেমার পরিচালকের মৃত্যু শোক কাটতে না কাটতে বলিউডে আরও এক শোকের খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়াণ প্রযোজক অনিল সুরি।
Advertisement
প্রয়াত পরিচালক বাসু চ্যাটার্জি নির্মিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মঞ্জিল’ সিনেমা প্রযোজনা করেছেন অনিল। বাসু চ্যাটার্জি গত বৃহস্পতিবার মারা গেছেন। একই দিনে চলে গেছেন অনিলও।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অনলি সুরির ভাই রাজীব সুরি বলেন, `২ জুন থেকে জ্বরে ভুগছিলেন অনিলদা। পরদিনই অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট শুরু হয়। পরে দাদাকে নিয়ে লীলাবতী ও হিন্দুজা হাসপাতালে গিয়েছিলাম। বেড না থাকার অজুহাতে দু’টি হাসপাতাল থেকেই আমাদের ফিরিয়ে দেওয়া হয়।
Advertisement
সর্বশেষ গত বুধবার অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে ভর্তি করি। সেখানে জানতে পারি দাদা করোনায় আক্রান্ত। সময়ের সঙ্গে দাদার শারীরিক অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার ভেন্টিলেটরে রাখা হয়। এদিন সন্ধ্যা ৭টায় দাদা মারা যান।`
‘রাজ তিলক’, ‘কর্মযোগী’-এর মতো একাধিক হিন্দি সিনেমার প্রযোজক ছিলেন অনিল সুরি।
এমএবি/এমএস
Advertisement