চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই ভাই।
Advertisement
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই মো. শাহ আলম (৩৩)। তার সাত ঘণ্টা পর রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই মোহাম্মদ শাহজাহান (৩০)।
এদের মধ্যে বড় ভাই শাহ আলম মধ্যপ্রাচ্য প্রবাসী এবং ছোট ভাই শাহজাহান কাপড় ব্যবসায়ী। করোনা উপসর্গ নিয়ে একদিনেই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলা সদরের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ি এলাকার এই দুই ভাই করোনার উপসর্গ নিয়ে ১ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাদের করোনার নমুনা ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই শুক্রবার বিকেলে এবং রাতে পরপর দুই ভাই মারা যান।
Advertisement
তাদের হাটহাজারী জহুর শপিং সেন্টারের আপন ফ্যাশন নামের একটি বড় কাপড়ের দোকান রয়েছে। ছোট ভাই দোকানে ব্যবসা পরিচালনা করলেও বড় ভাই ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী।
আবু আজাদ/এসআর/পিআর