দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ওসির পর ৫ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পাঁচজন উপপরিদর্শকসহ (এসআই) ১১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে।

Advertisement

শুক্রবার (০৫ জুন) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে আসে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৩১ জনের নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে দর্শনা থানা পুলিশের পাঁচজন এসআই ও একজন কনস্টেবল ও আলমডাঙ্গা উপজেলায় ঢাকা থেকে আসা পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের পাঁচজন হোম আইসোলেশনে ও পুলিশের ছয়জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। জেলার চারটি উপজেলায় এ পর্যন্ত ১১২ জন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক বলেন, দর্শনা থানার ওসিসহ তিনজন ২৯ মে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর পাঁচজন এসআই ও একজন কনস্টেবলের করোনা পজিটিভ এসেছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গা মোট ১১২ জন নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। মারা গেছেন একজন। আর উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এএম/পিআর