দেশজুড়ে

মাদারীপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই রাজৈর উপজেলার। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪ জনে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে রাজৈর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

Advertisement

আক্রান্তের হিসাবে জেলার মধ্যে রাজৈরে করোনা শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৭০জন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘গত ৩০ মে ৬০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে আজ (৫ জুন) ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। তাদের মধ্যে প্রথম ১০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ৫ জন হোম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। রাজৈরে আক্রান্তদের মধ্যে পর্যায়ক্রমে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন।’

জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১৬৪ জন। সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪, রাজৈর উপজেলায় ৭০ এবং কালকিনি উপজেলায় ২৫ জন।

Advertisement

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এর মধ্যে সদরে উপসর্গ নিয়ে ২ জন এবং শিবচরে করোনাভাইরাসে হয়ে আক্রান্ত ২ জন।

উলে­খ্য, শুক্রবার ছুটির দিন থাকায় অন্যান্য উপজেলার তথ্য পাওয়া যায়নি।

এ কে এম নাসিরুল হক/জেডএ/জেআইএম

Advertisement