শিক্ষা

মাধ্যমিকের আগামী সপ্তাহের ক্লাস রুটিন প্রকাশ

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। শুক্রবার আগামী সপ্তাহের টেলিভিশন ক্লাসের নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

Advertisement

নতুন রুটিনে দেখা গেছে, মাধ্যমিকে ৯ থেকে ১১ জুন পর্যন্ত তিনটি ধাপে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ভিডিও ধারণ করা এসব ক্লাস সম্প্রচারিত হবে।

প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক (বাসারকাজ) দেয়া হবে। পরদিন টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ণ করে নম্বর দেয়ার ঘোষণা দিয়েছে মাউশি।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। এছাড়াও ফেসবুক পেইজ ও অধিদফতরের ওয়েবসাইটে সম্প্রচারিত ক্লাসগুলো শিক্ষার্থীরা যেকোন সময়ে দেখতে পারবে।

Advertisement

রুটিন দেখতে এখানে ক্লিক করুন

এমএইচএম/এনএফ/এমকেএইচ