দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে দাবি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, এটা সম্ভব হয়েছে সরকারের একান্ত প্রচেষ্ঠায়। জনগনের কাছে দেশকে ডিজিটালাইজেশনের সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে।বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও অনলাইন সংবাদ মাধ্যম নিউজ২১বিডিডটকমের’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল নেত্রী উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রসৈনিক শেখ হাসিনা। তার সুদূরপ্রসারী সিদ্ধান্তের জন্য দেশ এগিয়ে যাচ্ছে।ইয়াফেস ওসমান বলেন, অনলাইন মিডিয়ায় যারা কাজ করছেন তাদেরকে আরো অনেক কিছুর শেখার আছে। আমরা মাত্র শুরু করেছি, তাহলে অনলাইন মিডিয়ায় আমরা বাধা দেবো কেন? আমরা অল্প সময়ের মধ্যে দেশেকে ডিজিটাল দেশ নিয়ে এসেছি।আলোচনা সভায় প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেন, আমাদের দেশে অনলাইন গণমাধ্যম কোনভাবে টিভি বা কাগজের গণমাধ্যম থেকে পিছিয়ে নেই। বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও এ মাধ্যমকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে।তিনি আরও বলেন, একমাত্র বাংলাদেশেই অনলাইন মিডিয়া’র নীতিমালার খসড়া প্রনয়ন করেছে। এর ফলে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরির যে স্বপ্ন দেখেছি তা আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন নেপাল, ভুটান, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশ ডিজিটালাইজেশনে বাংলাদেশকে অনুসরণ করছে।এএস/আরএস/আরআইপি
Advertisement