হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং সেটে হার্ট অ্যাটাক করা জনপ্রিয় নায়ক রিয়াজ এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে রিয়াজের চিকিৎসক অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পরামর্শক শাহাবুদ্দীন তালুকদারের বরাত দিয়ে কৃষ্ণপক্ষ ছবির নির্মাতা মেহের আফরোজ জানালেন, পুরোপুরি সুস্থ হতে আরো কয়েকদিন সময় লাগবে এই অভিনেতার। আর ঠিক কতোদিন লাগবে এটা জানা যাবে আগামীকাল।শাওনের সহকারী প্রধান পরিচালক জুয়েল রানা বললেন, ‘কাল সকাল ৯টার দিকে রিয়াজ ভাইকে সিসিইউ থেকে সরিয়ে কেবিনে আনা হতে পারে। তখনই চিকিৎসক জানাবেন তার সাথে কেউ দেখা করতে পারবে কি না। এবং তাকে হাসপাতালে আরো কতোদিন থাকতে হবে। সবাই উনার জন্য দোয়া করবেন।’এদিকে রিয়াজের জন্য আটকে আছে কৃষ্ণপক্ষের দৃশ্যধারণ। কারণ ছবিটির প্রায় নব্বই ভাগ কাজ শেষ হয়েছিলো। যে দশ ভাগ বাকি রয়েছে সেখানে রিয়াজেরই অংশ বেশি। তাই সব কাজ গুছিয়ে ছবিটি পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী ১৩ নভেম্বর মুক্তি দেয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ বিষয়ে রানা বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া রিয়াজ ভাই বেঁচে আছেন। উনি অনেক বড় মাপের অভিনেতা। হুমায়ূন স্যার খুব পছন্দ করতেন উনার অভিনয়। সে ভাবনা থেকেই কৃষ্ণপক্ষে তাকে মুহিব চরিত্রে নিয়েছেন শাওন আপা। আমরা চেয়েছিলাম ১৩ নভেম্বর মুক্তি দিতে। এখনো সেই সিদ্ধান্তেই আছি। তবে রিয়াজ ভাই অসুস্থ হওয়ায় একটু সমস্যা হলেও হতে পারে। কারণ এখনো বলা যাচ্ছে না তার সুস্থ হতে কতোদিন লাগবে। চিকিৎসক তাকে কতোদিন বিশ্রাম নিতে বলেন। তবে সবার আগে আমরা চাই রিয়াজ ভাই পূর্ণ সুস্থতা নিয়ে ফিরে আসুন। তিনি বেঁচে থাকলে অনেক ছবি করা যাবে।’প্রসঙ্গত, গেল সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার হৈ চৈ শুটিং বাড়িতে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের কাজ করার সময় হার্ট অ্যাটাক হয় রিয়াজের। এরপর তাকে দ্রুত রাজধানীর আপ্যালো হাসপাতালে ভর্তি। রিয়াজ ছবিটিতে মুহিব চরিত্রে অভিনয় করছেন। এখানে তার বিপরীতে প্রথমবারের মতো কাজ করেছেন মাহিয়া মাহি।এলএ/আরআইপি
Advertisement