উচ্চ রক্তচাপের রোগীদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি। সাম্প্রতিক সময়ে এক গবেষণা বলছে, উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের করোনায় মৃত্যুর হার দ্বিগুণ। খবর সিএনএন।
Advertisement
উচ্চ রক্তচাপ গুরুতর লক্ষণগুলোর ঝুঁকি আরও খারাপ দিকে নিয়ে যায়। ইউরোপীয়ান হার্ট জার্নালের সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে এই ঝুঁকি কতটা ভয়াবহ।
উহানের ২ হাজার ৮৬৬ জন রোগীর ওপর সম্প্রতি একটি গবেষণা চালানো হয়েছে। ইন্টারন্যাশনাল টিম অব রিসার্চারের এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনের জিজিয়াং হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ফেই লি এবং লিং তাও।
ওই রোগীদের মধ্যে ৩০ ভাগ করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। এক বিবৃতিতে লিং তাও বলেন, উহানে গত ফেব্রুয়ারিতে যখন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করলাম আমরা লক্ষ্য করলাম যে, যারা মারা যাচ্ছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল উচ্চ রক্তচাপের রোগী।
Advertisement
যাদের মধ্যে করোনার কম লক্ষণ থাকে তাদের চেয়ে উচ্চ রক্তচাপে আক্রান্তদের মৃত্যুহার বেশি। গবেষকদের ওই দলটি দেখতে পেয়েছে যে, উচ্চ রক্তচাপ আছে এমন ৪ শতাংশ রোগী মারা গেছে। অপরদিকে, উচ্চ রক্তচাপ নেই এমন ১ দশমিক ১ শতাংশ রোগী মারা গেছে।
শুধুমাত্র উচ্চ রক্তচাপই নয়, সাম্প্রতিক সময়ের বেশ কিছু গবেষণা বলছে যে, আগে থেকেই অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।
টিটিএন/এমএস
Advertisement