খেলাধুলা

‘আফ্রিদির আচরণ অনেকটা নারীদের মতো’

পাকিস্তান ক্রিকেট দলকে বলা হয় ‘আনপ্রেডিক্টেবল’ আর তাদের দলের সবচেয়ে বড় আনপ্রেডিক্টেবল চরিত্র নিঃসন্দেহে তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। মারকুটে এ অলরাউন্ডারের ব্যাপারে কখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Advertisement

যেদিন ফর্মে থাকেন, সেদিন একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষ দলকে। আবার যখন রানের দেখা পান না তখন অদ্ভুত সব কায়দায় আউট হওয়ার নজিরও রয়েছে তার। এটা তার মাঠের ভেতরের ক্রিকেটীয় কর্মকাণ্ডের একটি নমুনা।

এছাড়া মাঠের বাইরেও বেশ বৈচিত্রময় আচরণের অধিকারী আফ্রিদি। যে কারণে তাকে সামলানো বেশ কঠিন বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে বেশ কয়েক মৌসুম ঢাকা ডায়নামাইটসে আফ্রিদিকে কোচিং করিয়েছেন খালেদ মাহমুদ।

সে অভিজ্ঞতা থেকেই আফ্রিদির আচরণকে অনেকটা নারীদের মতো বলে উল্লেখ করেছেন সুজন। এর যথাযথ ব্যাখ্যাও তিনি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে এক লাইভে অনেক কথার ভিড়ে আসে এ প্রশ্ন।

Advertisement

সুজনের কাছে জানতে চাওয়া হয়, কোন খেলোয়াড়কে সামলানো সবচেয়ে কঠিন? উত্তরে তিনি বলেন, ‘শহীদ আফ্রিদিকে সামলানো সবচেয়ে কঠিন। মিডিয়াতে সব কথা খোলামেলা ভাবে বলা সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্তের কারণে তাঁকে আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করেছি।’

তিনি আরও বলেন, ‘এমন কিছু ঘটনা হয়েছে আরকি। খেলোয়াড়রা একটু যে এমন হয় না এমনটা না। কিন্তু আমরা সবাইকে সামলে নেই। তবে সামলানোর ক্ষেত্রে আফ্রিদিই সবচেয়ে বেশি কঠিন। আমরা অনেক বছর একসঙ্গে খেলেছি, তারপরেও মাঝে মাঝে ওকে আমি বুঝতে পারি না। সে একজন নারীর মতো।’

দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সামলানো কঠিন কাকে? এর উত্তরে সুজন বলেন, ‘অনেকেই এটার উত্তরে সাকিবের কথা ভাবতে পারেন। তবে ওর সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। দেশি খেলোয়াড়দের মধ্যে সবার সঙ্গেই আসলে ভালো সম্পর্ক। কারও সঙ্গে কখনও মানিয়ে নিতে সমস্যা হয় না।’

এসএএস/এমএস

Advertisement