টেন্ডারবাজির প্রতিবাদ করায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) এক কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন কাউন্সিলররা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ শেষে মেয়রকে আল্টিমেটাম দেন তারা।
Advertisement
আগামী রোববারের ( ৭ জুন) মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন কাউন্সিলররা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাউন্সিলররা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের ১৫টি গ্রুপের টেন্ডার দাখিলের তারিখ ছিল। এর মধ্যে এক নম্বর গ্রুপটি মেয়রের ভাই আনিসের লোকজন নিয়ন্ত্রণ করছিলেন। এতে ওই গ্রুপে অন্যদের দরপত্র দাখিল করতে বাধা প্রদান করায় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আবেদীন রতন প্রতিবাদ করেন। ফলে মেয়রের ভাই আনিসের লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর তারা কাউন্সিলরদের সম্পর্কে অশালীন ও আপত্তিকর কথা বলেন।
কাউন্সিলররা অভিযোগ করেন, মেয়র নিজেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তেমনি কাউন্সিলররাও জনগণের ভোটে নির্বাচিত। এভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের লাঞ্ছিত করা হলে তা সহ্য করা হবে না। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রোববারের মধ্যে মেয়র ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেন কাউন্সিলররা।
Advertisement
সমাবেশে বক্তব্য দেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায়, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া আলম শিবলু , সংরক্ষিত নারী কাউন্সিলর ফেরদৌসি বেগম প্রমুখ।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ ঘটনায় তার ভাই আনিসের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তার নাম জড়িয়ে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
জিতু কবীর/আরএআর/এমএস
Advertisement