নীলফামারীর সৈয়দপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল করিম প্রামাণিক (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) তার মৃত্যু হয়।
Advertisement
৩১ মে ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হলেও এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। এরই মধ্যে তার মৃত্যু হলো।
এ পর্যন্ত সৈয়দপুর উপজেলায় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ২৭ জন। করোনায় মারা গেছেন একজন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদুল/এএম/এমকেএইচ
Advertisement