হবিগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বড় বহুলা গ্রামের জমির আলীর ছেলে। খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়িতে পৌঁছায়। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।
Advertisement
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মনিরুল জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ হলে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করেছে। নমুনা সিলেটে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে তার করোনা ছিল কি-না।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ
Advertisement