ধর্ম

কাবা শরিফে পাখির অবাধ বিচরণ

কাবা শরিফে পাখির অবাধ বিচরণ

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে কাবা শরিফ চত্বরে তাওয়াফও বন্ধ রয়েছে। নীরব নিস্তব্ধ কাবা শরিফের মাতআফে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেই পাখির ঝাঁক নেমে পড়েছে। যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল।

Advertisement

হারামাইন শারিফাইন ফেসবুক পেজে পোস্ট দেয়া এক ছবিতে দেখা যায়, কাবা শরিফ চত্বরে নিস্তব্ধতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাবা শরিফ সংলগ্ন মাকামে ইবরাহিমের পাশে দাঁড়িয়ে আছে। আর তার সামনেই পাখির ঝাঁক কাবা চত্বরে নেমে পড়েছে।

হঠাৎ করে কেউ দেখলে মনে হবে এ ছবিটি পবিত্র নগরী মক্কা কবুতর চত্বর। তবে মাকামে ইবরাহিমের ছবির কারণেই তা স্পষ্ট হয়ে যাবে যে এটি কবুতর চত্বর নয়। এ যে মহান আল্লাহর ঘর কাবা শরিফের চত্বর।

কাবা শরিফের চারপাশ যেখানে সব সময় হাজারো মানুষের তাওয়াফে মুখরিত ছিল, সেখানে এখন ঝাঁকে ঝাঁকে পাখি নির্ভয়ে স্বাধীনভাবে সময় কাটায়। মনে হচ্ছে যেন, পাখিরা কাবা চত্বরে মহান রবের জিকির করছে। হারামাইন শারিফাইন ফেসবুক পেজে এমনই মন্তব্য করছেন অনেকে।

Advertisement

- দানজুমাই এজি হাদিজিয়া (Danjumai AG Hadejia) নামে একজন মন্তব্যে লিখেছেন-সুবহানাল্লাহ! কী চমৎকার! নিষ্পাপ কন্যা, এ পাখিগুলো পৃথিবীতে আল্লাহর ইবাদত করার সবচেয়ে পবিত্র স্থান উপভোগ করছে । এই পাখিগুলো সম্ভবত মহান আল্লাহর ইবাদত করছে।

- তোয়ান আহমেদ (Tuan Ahamed) নামে একজনের মন্তব্য, হে পাখিরা! তোমরা কাবা শরিফ খেয়াল রাখ! এ পবিত্র স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার প্রয়োজন নেই।'

অনেকেই মন্তব্য করেছেন, হে আল্লাহ! পাখির মতো আমাদের কাবা চত্বরে সময় কাটানোর তাওফিক দাও। মহামারি করোনা থেকে মুক্তি দিয়ে তাওয়াফ করার তাওফিক দাও।'

ইতিমধ্যে ২০ বছর অপেক্ষার পর একাকি পায়ে হেটে কাবা শরিফ তাওয়াফের ইচ্ছাপূরণ করেছেন এক ব্যক্তি। যে কিনা ২০ বছর আগে এমন এক স্বপ্নে দেখেছেন, যার ব্যাখ্যা ছিল- 'সে ব্যতীত অন্য কেউ কাবা চত্বরে তাওয়াফ করবে না। সম্প্রতি তা বাস্তবায়ন হয়েছে মর্মে খবর ও ভিডিও প্রকাশিত হয়েছে।

Advertisement

সৌদি আরব ইতিমধ্যে দুই ধাপে সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। সে মতে প্রথম ধাপে গত ৩১ মে রোববার স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশগ্রহণের জন্য মসজিদে নববিসহ অনেক মসজিদ খুলে দিয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ২০ জুন মোতাবেক ২৮ শাওয়ালও বাকি মসজিদ খুলে দেবে। তবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ পুরোপুরি সবার জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা এখনও আসেনি।

মুসলিম উম্মাহ তাদের হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও ইবাদতের জন্য মুখিয়ে আছে। কখন আসবে সেই সময়। কখন আসবে সে ঘোষণা।

মুমিন মুসলমানের চাওয়া, হে আল্লাহ! আপনি মহামারি করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিন। খুলে দিন কাবার দরজা।

এমএমএস/পিআর