জাতীয়

ভবনে বহিরাগতদের প্রবেশ সীমিত করেছে ডিএনসিসি

ভবনে বহিরাগতদের প্রবেশ সীমিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এ ধরনের ভবনে বায়ু চলাচল অত্যন্ত সীমিত বিধায় করোনা সংক্রমণের আশঙ্কা অপেক্ষাকৃত বেশি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, এ অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে বহিরাগতদের প্রবেশ সীমিত করা অত্যন্ত প্রয়োজন।

Advertisement

বহিরাগত কেউ প্রবেশ করতে চাইলে দায়িত্বরত সিকিউরিটি গার্ড, ইন্টারকম, ওয়াকিটকির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার অগ্রিম অনুমতি নিতে হবে। অনুমতি পেলেই কেবল বহিরাগতরা ভবনের ভেতরে প্রবেশ করবেন বলে জানা গেছে।

এএস/এএইচ/এমকেএইচ