যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত লাগোয়া উত্তর আমেরিকার দেশ মেক্সিকো হয়ে উঠেছে আরেক মৃত্যুপুরী। দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বুধবার ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন রেকর্ড সর্বোচ্চ সহস্রাধিক কোভিড-১৯ রোগীর মত্যু হয়েছে মেক্সিকোতে।
Advertisement
করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানেও করোনার সংক্রমণ এখন কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হাজারের নিচে নেমে এসেছে। এছাড়া বিশ্বের অন্য কোনো দেশে এখন দিনে এক হাজার কিংবা তার কাছাকাছি সংখ্যায় মানুষের মৃত্যু হচ্ছে না। এক্ষেত্রে ব্যাতিক্রম শুধু মেক্সিকো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। দেশটিতে এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত সপ্তাহে; ৫০১ জন। সেই তুলনায় একদিনে সেখানে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বেড়েছে ।
মেক্সিকোতে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১১ হাজার ৭০০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আক্রান্তের ক্ষেত্রে প্রতিদিনই রেকর্ড ভাঙছে দেশটি। যেমন গত মঙ্গলবারের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভেঙ্গে বুধবার নতুন করে আরও ৩ হাজার ৯১২ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।
Advertisement
আর এরই মধ্য দিয়ে মেক্সিকোতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সেই সংখ্যাটা এখন মোাট ১ লাখ ১ হাজার ২৩৮ জন। ফলে আক্রান্তের দিকে দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় ১৪ তম অবস্থানে এসেছে দেশটি। মৃত্যুর দিক দিয়ে তালিকার উপরের দিকেই নাম রয়েছে মেক্সিকোর।
সূত্র: সিএনএন
এসএ
Advertisement