গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৯০ জন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরের ২৬ জন, কালিয়াকৈরের সাতজন, শ্রীপুরের ২৫ জন ও কাপাসিয়া উপজেলার দুইজন রয়েছেন।
গাজীপুরে মোট করোনা আক্রান্ত এক হাজার ৪৯০ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলার ১৬৩ জন, কালীগঞ্জের ১৫১, কাপাসিয়ার ১০২, শ্রীপুরের ১১৮ এবং সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৯৫৬ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে বুধবার (৩ জুন) পর্যন্ত ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে এক হাজার ৪৯০ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ২৮৬ জন।
Advertisement
আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ