পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮০১ জন।
Advertisement
গত ডিসেম্বরে চীন থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত ২ শতাধিক দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
অপরদিকে, পাকিস্তানে করোনার প্রাদুর্ভাব অনেক পরে হলেও ইতোমধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা চীনের চেয়েও বেশি। চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২। অথচ পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ২৬৪ জন।
তবে চীনের চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি হলেও পাকিস্তানে মৃত্যুর সংখ্যা কম। পাকিস্তানে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৭৭০ জন। অপরদিকে, চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।
Advertisement
করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও চলতি মাসের শুরু থেকেই লকডাউন তুলে নিয়েছে পাকিস্তান। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন যে, চলতি সপ্তাতেই তার সরকার অভ্যন্তরীন পর্যটন খুলে দেওয়ার জন্য কাজ করছে। এখন পর্যন্ত দেশটিতে সব হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।
পাকিস্তানে নতুন গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ জন। দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩০ হাজার ১২৮ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫৩ হাজার ৩৬৬ এবং ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
টিটিএন/জেআইএম
Advertisement