লকডাউন শিথিল করার পর থেকে নারায়ণগঞ্জে প্রতিদিনই শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও মানুষের সচেতনতার বালাই নেই। এতে করে জেলায় আতঙ্ক বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ১৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৯১ জন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
এ আগে নারায়ণগঞ্জে গত ৩ জুন ১০৬ জন, ২ জুন ১২৪ জন, ১ জুন ১৩৫ জন, ৩১ মে ১০৪ জন, ৩০ মে ১৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
ডা. মো. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ২৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪২ জন। নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৯১ জন। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৫ জন।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
Advertisement