দেশজুড়ে

ফেনীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, উপসর্গ নিয়ে বৃদ্ধার

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনিল সাহা (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন ) রাতে শহরের সমবায় সুপার মার্কেট সংলগ্ন নিজ বাসায় তার মৃত্যু হয়। তিনি শহরের এফ রহমান এসি মার্কেটের শাড়ীজ’র স্বত্বাধিকারী।

Advertisement

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সুনিল সাহা ক্যানাসারে আক্রান্ত হয়ে শহরের সমবায় সুপার মার্কেট সংলগ্ন বাসায় ছিলেন। গত শুক্রবার (২৯ মে) তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ও পরে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। ওই দিন তার নমুনা সংগ্রহ করে চিকিৎসকদের পরামর্শে তাকে ফেনীতে নিয়ে আসেন স্বজনরা। একই দিন রাতে তার করোনা পজিটিভ বলে হাসপাতাল থেকে জানানো হয়। পরে বুধবার রাতে বাসায় তার মৃত্যু হয়।

সুনিল সাহার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার উসুলতলা গ্রামে। তিনি ২০০৪ সাল থেকে স্ত্রী-সন্তান নিয়ে ফেনীতে বসবাস করে আসছেন।

সুনীল সাহার ছেলে অপু সাহা বলেন, ফেনী পৌর মহাশ্মশানে বৃহস্পতিবার (৪ জুন) তার বাবাকে দাহ করা হবে। করোনা পরীক্ষার জন্য স্বজনদের নমুনা দেয়া হবে বলেও জানান তিনি।

Advertisement

অপরদিকে বুধবার রাতে ফেনী জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৭৮) মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার (২ জুন) রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভতি হয়েছিলন। তার বাড়ি ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, জ্বর-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

রাশেদুল হাসান/আরএআর/জেআইএম

Advertisement