তথ্য গোপন করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর এক করোনা রোগী মারা গেছেন। বুধবার (০৩ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রবিউল ইসলাম (৪৫) নামের ওই রোগীকে মৃত ঘোষণা করা হয়। মৃত রবিউল ইসলাম চাঁপাইনবাববগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকার আবুল কাশেমের ছেলে।
Advertisement
রবিউল ঢাকায় থাকতেন। সেখান থেকে বাড়ি ফেরার পর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তীব্র শ্বাসকষ্টে বুধবার সাধারণ রোগী হিসেবে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে রামেক হাসপাতালে নেন স্বজনরা।
জানা গেছে, সাধারণ রোগী হিসেবে তার চিকিৎসা শুরু হয়। জরুরি বিভাগে নেয়ার পর তাকে পাঠানো হয় হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডে নেয়ার পথেই তিনি মারা যান।
সেখানে স্বজনরা জানান, রবিউল করোনায় আক্রান্ত ছিলেন। এ ঘটনায় ওই রোগীর সংস্পর্শে আসা ওয়ার্ডের দুই চিকিৎসক, তিন নার্স ও একজন ওয়ার্ডবয়কে কোয়েরেন্টাইনে পাঠানো হয়েছে।
Advertisement
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তথ্য গোপন করে ওই রোগীকে হাসপাতালে আনেন স্বজনরা। সাধারণ জ্বর ভেবে তাকে ১৬ নম্বর ওয়ার্ডে নেয়া হয়। ওয়ার্ডে নিয়ে ইসিজি করতেই দেখা যায় তিনি মারা গেছেন। পরে স্বজনরা জানান রোগী করোনা পজিটিভ ছিল। এরপর ওই রোগীর চিকিৎসায় অংশ নেয়া দুইজন চিকিৎসক, তিনজন নার্স ও একজন ওয়ার্ডবয়কে কোয়ারেন্টাইনে পাঠাতে হয়।
তিনি আরও বলেন, করোনা ধরা পড়ার পর রবিউল নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেয়া হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, হাসপাতালে জানাজা শেষে মরদেহ চাঁপাইনবাবগঞ্জে নেয়া হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস
Advertisement