ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রেহাই পাচ্ছে না দেশটির ফুটবল অঙ্গনও। ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাব ভাস্কো দা গামা'র ১৬ জন ফুটবলার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।
Advertisement
রিও ডি জেনিরোর এই ক্লাবটিতে খেলোয়াড়, কোচসহ ২৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। রোববার ভাস্কোর মেডিকেল ডিরেক্টর মার্কোস তেক্সেইরা এক ইউটিউব চ্যানেলে ১৬ জন আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন।
টেক্সেইরা বলেন, ‘পরীক্ষার পর আমরা ১৬ জন খেলোয়াড়ের পজিটিভ পেয়েছি। তাদের দল থেকে আলাদা রাখা হয়েছে। চিকিৎসা চলছে। তারা ভাইরাস থেকে মুক্ত হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত বাকিদের সঙ্গে মিশতে দেয়া হবে না।’
স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের কোয়ারেন্টাইনে চিকিৎসা চলছে।
Advertisement
এখন পর্যন্ত ব্রাজিলে ৫ লাখ ১৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজারের ওপর। দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে দেশটিতে।
এমএমআর/এমএস