বিদায়ের দিনেও কল ড্রপের পক্ষে সাফাই গাইলেন বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. সুনীল কান্তি বোস। বুধবার চাকরি জীবনের শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, কল ড্রপ বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। পার্শ্ববর্তী দেশগুলোতে কল ড্রপের পরিমাণ বাংলাদেশের চাইতেও বেশি বলেও উল্লেখ করেন তিনি। মতবিনিময় অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ২০১২ সালে আপনি দায়িত্ব নেয়ার দুই মাসের মধ্যে (ডিসেম্বরে) ভয়াবহ কল ড্রপ নিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, অল্প সময়ের মধ্যে কল ড্রপ সমস্যার সমাধান করবেন। তিন বছরের মধ্যে এ বিষয়ে কি করতে পেরেছেন। এখনো কল ড্রপ নিয়ে চলছে হট্টগোল। সুনীল কান্তি সাংবাদিকদের করা কল ড্রপ বিষয়ক এ জাতীয় প্রশ্নের জবাব এড়িয়ে বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। অনেক কিছু আমরা চাইলেই করতে পারি না। একটি কল এক গ্রাহক থেকে আরেক গ্রাহক আরেক গ্রাহক পর্যন্ত পৌঁছতে আমাদের নিয়ন্ত্রণের বাইরে আরো তিন চারটি বিদেশি সংস্থার হাত থাকে। এতে আসলে আমাদের দেশের অপারেটররা শতভাগ দায়ী না। তবে কল ড্রপ কমানোর বিষয়ে অপারেটরগুলোকেই দায়িত্ববান হতে হবে।মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিশনের ভাইস চেয়ারম্যান আহসান হাবিব, কমিশনার মনিরুল আলম প্রমুখ।আরএম/এসএইচএস/আরআইপি
Advertisement