সাহিত্য

কল্পনা খন্দকারের প্রেম ও প্রকৃতির কবিতা

বৈশাখের বিকেলে

Advertisement

দূরে ডাকে ঐ মত্ত দেয়াআকাশ হলো কালো,মাঝে মাঝে তার বিজলি চমকায়ঝলকে ওঠে আলো।সাদা বক ঐ মেলেছে ডানাদূর গাঁয়ে দেবে পাড়ি,ঘরে তার সাথী ব্যস্ত ব্যাকুলপথ চেয়ে আছে তারই।দূর গাঁও খানি ঢেকে গেছে মেঘেমাঠ-ঘাট হলো ফাঁকা,কার প্রেয়সীর মেঘবরণ চুলেআকাশ হলো আঁকা।ঝড়ো হাওয়া ঐ উড়িয়েছে ধূলোগাঁয়ের সে মেঠো পথে,শুকনো পাতারা উড়ে উড়ে চলেদমকা হাওয়ার রথে।রাঙা কৃষ্ণচূড়া বৃন্তচ্যূত হয়েপথে পথে যাবে ঝরে,হিজলের ফুল বৃষ্টির জলেভেসে যাবে বহুদূরে।ব্যস্ত ব্যাকুল কার সে বধূচেয়ে আছে পথ পানে,বাহুডোরে কারো চাইবে জড়াতেবৃষ্টি মুখর দিনে।হারিয়ে যাবে কল্পরাজ্যেমেঘের ভেলায় ভেসে,নিজেকে আজ হারিয়ে ফেলেছেকাকে যেন ভালোবেসে।

এসইউ/পিআর

Advertisement