দেশজুড়ে

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর নারীর মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

Advertisement

ওই নারী (৪৪) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা।

মৃতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিক রোগে ভুগছিলেন। চারদিন আগে থেকে শরীরে প্রচণ্ড জ্বর শুরু হয় তার। বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ভর্তির সময় তার শরীরে ডায়বেটিক ছিল ৪০ পয়েন্ট ও জ্বর ছিল।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল জানান, ভর্তির এক ঘণ্টা পর ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যাবে তার শরীরে করোনা ছিল কিনা। তবে তার শরীরে করোনার উপসর্গ ছিল।

Advertisement

তিনি বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর